ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী হিজল

ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ( নারকেল গাছ ) প্রতিক নিয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের আব্দুল খালেক।দীর্ঘ সাড়ে ১১বছর পর ঝিনাইদহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন চলে। দুপুরে মূষলধারে বৃষ্টির কারণে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পৌরসভায় ৮২ হাজার ৬’শ ৯৫ জন ভোটার ৪৭টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করেছে। ভোটে মেয়র পদে ৪ জন সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন এবং সংরাক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী রয়েছে ১৯জন। মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক ( নৌকা প্রতীক)। এছাড়া স্বতন্ত্র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ( নারকেল গাছ), মিজানুর রহমান মাসুম ( মোবাইল ফোন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী সিরাজুল ইসলাম(হাতপাখা)।ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনে জেলা প্রশাসক মনিরা বেগম,জেলা পুলিশ সুপার আশিকুর রহমান বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শর করেন।পৌরসভায় ২০১১সালে সর্বশেষ ভোট গ্রহন অনষ্ঠিত হয়েছিল। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ২৫ হাজার ৯’শ ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৭ হাজার ২’শ ৮৮ ভোট।এছাড়া নির্বাচনে ১৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, পুলিশ ও র‌্যাব,আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।