যশোর সিটি কলেজ পাড়ায় চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

শহরের সিটি কলেজ পাড়া ৩নং গলির কমিউনিটি পুলিশিং অফিসের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা এক এসএসসি পরীক্ষার্থীকে গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে ছুরিকাঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার ১০ সেপ্টেম্বর রাতে মামলা করেন যশোর শহরতলী নীলগঞ্জ (সুপারী বাগান) এলাকার মৃত হরিপদ দাস এর ছেলে সুমন দাস। আসামীরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া ( গোলগোল্লা মোড়) এলাকার আব্দুল খালেক ওরফে বোমা খালেক এর ছেলে মেহেদী হাসান ওরফে ডলার, শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয়সহ অজ্ঞাতনামা ৩/৪জন।

সুমন দাস মামলায় উল্লেখ করেন, বাদি ঝুমঝুমপুর বাবলাতলা শুভ জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। বাদির ভাইপো সিটি কলেজপাড়া ২নং গলির বাবু দাসের ছেলে তন্ময় দাস (১৬) চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। শনিবার ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় বাদির ভাইপো তন্ময় বাড়ি হতে পাশে একটি বন্ধুর বাসায় গাইড বই আনার জন্য রওয়ানা হলে আসামীরা সিটি কলেজ পাড়া ৩নং গলির কমিউনিটি পুলিশিং অফিসের সামনে মাঠের মধ্যে যাওয়া মাত্র আসামীগন বাদির ভাইপোকে পথরোধ করে কোন কথাবার্তা না বলে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায় মেহেদী হাসান ওরফ ডলার তার হাতে থাকা চাকু দিয়ে তন্ময়কে খুন করার উদ্দেশ্যে চাকু দিয়ে কয়েকটি আঘাত করে। হৃদয় তার হাতে থাকা লোহার রড দিয়ে তন্ময়কে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম করে। মেহেদী হাসান ডলার তন্ময়ের কাছে থাকা ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ১৫শ’ টাকা কেড়ে নেয়। তন্ময় প্রাণে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে আশপাশ হতে লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তন্ময়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চাচা সুমন দাস খবর পেয়ে উক্ত হাসপাতালে এসে বিষয়গুলো জানে।