মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকায় অমুক্তিযোদ্ধার নাম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।এসময় তিনি বলেন,সারাদেশে মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কোন অমুক্তিযোদ্ধার নাম থাকলে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।তিনি এসময় আরো বলেন, ওয়েব সাইটে আমাদের মুক্তিযুদ্ধোদের পুর্ণাঙ্গ তালিকা রয়েছে। এছাড়া তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় পত্র পেতে শুরু করেছে। যারা এখনও পরিচয়পত্র পাননি তারা আগামী একমাসের মধ্যেই পরিচয়পত্র পেয়ে যাবেন।শনিবার বিকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি,ঝিনাইদহ -মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, মুক্তিযোদ্ধা,জেলা, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন।