যশোরে ফারিয়া জেলা শাখার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কথায় কথায় চাকরি ছাটাই, দ্রব্যমূল্যে বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো প্রণয়ন, টিএডিএ বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভের প্রতিবাদে বিক্ষোভো ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), যশোর জেলা শাখা। আজ মঙ্গলবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মেহেদী মাসুদের সভাপতিত্বে ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধি গণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সভাপতি মেহেদী মাসুদ তার বক্তব্যে বলেন কথায় কথায় চাকরি ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন, টিএডিএ বৃদ্ধি করতে হবে এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা একই সাথে চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয় ওই প্রতিবাদ সমাবেশে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ফারিয়ারকন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য সোহেল বিশ্বাস, সাধারণ সম্পাদক বিজোর আহমেদ সাগর, যশোর জেলা ফারিয়ার সহ-সভাপতি আসির আহসান, সহ-সাধারণ সম্পাদক আক্তার বিশ্বাস, যশোর জেলা ফারিয়ার উপদেষ্টা মনিরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে দড়াটানা চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যশোর ২৫০ শয্যা হাসপাতালের সামনে এসে শেষ হয়।