যশোরে আফজাল হত্যা মামলার আসামি টেরা সুসন রিমান্ডে

যশোর শহরের নাজির শংকরপুরের আফজাল হোসেন হত্যা মামলার আসামি সুজন ওরফে টেরা সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। টেরা সুজন নীলগঞ্জ তাঁতীপাড়ার জিন্নাত আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, টেরা সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে শংকরপুরের মাঠপাড়ায় মাদক বিক্রি করতেন।

আফজাল হোসেন মাদক বিক্রি করতে নিষেধ করে টেরা সুজনকে। এ নিয়ে আফজালের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। গত ২৯ মে আফজাল ও প্রতিবেশী সুমন শংকরপুরের জিরোপয়েন্ট থেকে দুধ কিনে বাড়ি ফিরছিল। সিটি মডেল স্কুলের সামনে পৌছালে টেরা সুমনের নেতৃত্বে আফজালকে কুপিয়ে জখম করে। গুরুতর আফজালকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ব্যাপারে নিহতের পিতা সলেমান শেখ বাদী হয়ে টেরা সুজনসহ তিনজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামালায় বিভিন্ন সময়ে আটক টেরা সুজন, জাহিদ, মিলন ও বিপ্লব গাজীর পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক টেরা সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর ও বাকিদের রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।