যশোর শহরে বিলাতীমদসহ যুবক গ্রেফতার

jessore atok map

 

বিলাতী মদসহ দেব প্রসাদ পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ৮টার মধ্যে অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ ২৫ মিলি লিটার বিলাতীমদ উদ্ধার করে। মদ নিজ হেফাজতের রাখার অভিযোগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের বর্তমানে ০৮, সুকুমারের বাড়ির ভাড়াটিয়া নিউ বেজপাড়া ওয়ার্ড নং০৮ এর আদিত্য পালের ছেলে দেব প্রসাদ পালকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ক সার্কেলে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা গোপন সূত্রে খবর পান যশোর শহরের ২২,রেল রোডস্থ জনৈক কিশোর মজুমদারের চতুর্থতলা ভবনের নীচ তলার দক্ষিণ পাশের্^র দেবু স্টোর নামক দোকানের ভাড়াটিয়া দেব প্রসাদ পাল অবৈধ মাদকদ্রব্য বিলাতীমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে সেখানে অভিযান চালায়। অভিযানে দেব প্রসাদ পাল বুঝতে পেরে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে রাখা একটি কাপড়ের ব্যাগের মধ্যে মূল শীল্ড কর্ক যুক্ত ইম্পেরিয়াল হুইস্কি লেখা ২টি প্লাস্টিক বোতল যার প্রতিটি বোতলে ৩৭৫ এম.এল করে মোট ৭৫০ এম.এল এবং মোট ২ হাজার ১শ’ ২৫ এম.এল লিটার বিলাতীমদ উদ্ধার করে। পরে তাকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।