শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা মন্দিরের নিরাপত্তার জন্য যশোর জেলার সকল পূজা মন্দিরে সিসি টিভি ক্যামেরা বসানোর লক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগ যশোর জেলার মোট ৭০৩ টি পূজা মন্দির সিসি টিভি ক্যামেরা বসানো সম্পন্ন হয়েছে।
যশোর জেলার মোট ৭০৩ টি পূজা মন্দিরের মধ্যে যশোর সদর উপজেলায় ১৫২ টি, অভয়নগর উপজেলায় ১২৯ টি, মণিরামপুর উপজেলায় ১০২ টি, শার্শা উপজেলায় ২৯ টি, ঝিকরগাছায় ৫৭ টি, কেশবপুর উপজেলায় ৯৩ টি, চৌগাছা উপজেলায় ৫০ টি এবং বাঘারপাড়া উপজেলায় ৯১ টি পূজা মন্দির রয়েছে। এছাড়া মন্দিরগুলোতে প্রতিমা স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। উল্লেখ্য বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবার পূজা মন্দিরগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে।