বর্ণাঢ্য আয়োজনে যশোরে চ্যানেল আইয়ের ২৪ তম জন্মদিন পালন

লাল-সবুজের বীজ বুনে, হৃদয়ে বাংলাদেশ ধারণ করে ২৫ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন ‘চ্যানেল আই’। দিবসটি উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরেও আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।

শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে কেককেটে চ্যানেল আইয়ের ২৪ তম জন্মদিনের কর্মসুচি উদ্বোধন করেন। এর আগে যশোরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরে এসে মিলিত হয়।

কেককাটা অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউবসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আই যশোর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান উপস্থিত অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানান। জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন যশোরের কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিরা ছাড়াও চ্যানেল আইয়ের বিপুল সংখ্যক শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, বেসরকারী টেলিভিশনগুলোর মধ্যে চ্যানেল আই একটি শক্ত জায়গা করে নিয়েছে। বিশেষ করে উন্নয়ন সাংবাদিকতার জন্য চ্যানেল আই বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অনুগত থেকে আগামীতেও একই ভাবে এগিয়ে যাবে চ্যানেল আই।

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম।