যশোরে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনের নামে মামলা

mamla rai

পূর্ব শত্রুতার কারনে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ,ছিনতাইকারীরা মহিবুল হাসান ইমন (৩০)কে গতিরোধ করে এলোপাতাড়ীভাবে মারপিট এবং ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার ৫শ’ ৫০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত দেড়টায় মামলাটি করেন,যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের মৃত আবুল হাশেম এর মেয়ে আহত মহিবুল হাসান ইমনের বোন সাবেরা সুলতানা ইভা। মামলায় আসামী করেছেন, শহরের শংকরপুর চোপদারপাড়া আব্দুল ওহাব এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইকছার মোড়লের ছেলে হানিফ,বেজপাড়া,চোপদার পানির ট্যাংকীর পাশের্^ মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে আলীমুল হোসেন ও বেজপাড়া তালতলার মোড়ের ইমান আলীর ছেলে রাব্বি ওরফে মাছ রাব্বিসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
মামলায় ইভা উল্লেখ করেন,আসামীরা এলাকার চিহ্নিত সংঘবদ্ধ চোর ছিনতাইকারী দলে সকিয় সদস্য। চুরি ছিনতাই করা আসামীদের একমাত্র পেশা ও নেশা এবং সন্ত্রাসী মূলক কার্যক্রম করে। বাদীর ভাই মহিবুল হাসান ইমন বাড়ি হতে বেজপাড়া তালতলার মোড়ে যাওয়ার সময় ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বেজপাড়া তালতলার মোড়স্থ বিল্লাল এর চায়ের দোকানের সামেন পৌছালে আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে মহিবুল হাসান ইমনের মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ীভাবে মারপিট করে। কয়েকজন আসামী মহিবুল হাসান ইমনকে ঝাপটে ধরে রাখে। হানিফ ধারালো বার্মিজ চাকু দিয়ে ইমনকে হত্যার উদ্দেশ্যে পেটের উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। আলীমুল হোসেন রাব্বি ওরফে মাছ রাব্বি ইমনের প্যান্টের পকেটে থাকা নগদ ২০ হাজার ৫শ’ ৫০ টাকা নিয়ে নেয়। ইমন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে খুন জখমের হুমকী দিয়ে দ্রুত চলে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ইমনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।#