আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে এ দেশের মানুষ ও আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা কিছুটা বাস্তবায়ন করতে পেরেছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আজও সেই আশা-আকাঙ্খা পুরোপুরি পূরণ হয়নি।
মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তারা (সরকার)। পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অসুর ধ্বংস করার জন্য। আজ দানব সরকার আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এই উৎসবের দিনে আমাদের শপথ নিতে হবে, অসুরকে পরাজিত করে সত্য, সুন্দর, ন্যায় আর সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন বর্তমান সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। সেই দাবিতেই আমরা আন্দোলন করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অনেক কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।