প্রস্তুতি কমিটিতে আরও ১২ নেতাকে অন্তর্ভুক্ত করলেন রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় সম্মেলন সফল করতে পার্টির আরও ১২ জন নেতাকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

আজ বুধবার জাতীয় পার্টির এই ১২ জন নেতাকে সদস্য হিসেবে অনুমোদন দেন ১০ম জাতীয় সম্মেলনের আহ্বায়ক জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।

সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন- সাবেক এমপি আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা), মুক্তার উদ্দিন মাসুম (ঢাকা), খন্দকার নুরুল আনোয়ার বেলাল (ঢাকা), মোস্তাকুর রহমান মোস্তাক (সাবেক ভিপি) ঢাকা, মিজানুর রহমান দুলাল (পটুয়াখালী), সাইফুল ইসলাম পিটু (ঢাকা), নজরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), মুহাম্মদ জহির উদ্দিন (ঢাকা), হাসনা হেনা (ভোলা), ডা. সেলিমা বেগম (ঢাকা), মনোয়ারা তাহের মানু (ঢাকা) ও শেখ রুনা (খুলনা)।