নভেম্বর থেকে অনলাইনে দাখিল করতে হবে ভাতা বিল

ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল অনলাইনে দাখিল করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আপাতত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সব সরকারি দপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) এ নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পাইলটিং করার জন্য সরকারের তিনটি সংস্থা অক্টোবর মাসে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের জন্য বলেছি। এই এক মাস পাইলটিং হয়ে গেলে নভেম্বর থেকে সারা দেশে সরকারি অফিসগুলোকে অনলাইনে ভাতার বিল দাখিল করতে হবে।’

তিনি বলেন, ‘এটা খুবই সহজ সিস্টেম। এই পদ্ধতি শুরু হয়ে গেলে সারা দেশে কাগজে বিল দাখিলের ঝামেলা আর থাকবে না। এছাড়া সরকারি কাজে ডিজিটাল সিস্টেমে আমরা আরও একধাপ এগিয়ে যাব। অনলাইনে আইবাসের মাধ্যমে বিল দাখিলের কথা জানান তিনি।