যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

Jessore map

আজ বৃহস্পতিবার বিকেলে শহরস্থ মনিহার সিনেমা হলের সামনে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২২৭) এর উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ আজিজুল আলম মিন্টু এর সভাপতিত্বে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করার সাথে মিল রেখে দূরপাল্লার গণপরিবহন শ্রমিকদের দৈনিক খোরাকী বৃদ্ধি ও লোকাল গণপরিবহন শ্রমিকদের পূর্বের ন্যায় এককালীন মাসিক বেতন চালুর দাবিতে এক শ্রমিক সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২২৭) এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত কর্মসূচিতে বক্তারা জানান, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে মিল রেখে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি হয়েছে। অথচ গণপরিবহন শ্রমিকদের খোরাকী বৃদ্ধি হয় নাই। দূরপাল্লার গণপরিবহন শ্রমিকদের দৈনিক খোরাকী বৃদ্ধি ও লোকাল গণপরিবহন শ্রমিকদের পূর্বের ন্যায় এককালীন মাসিক বেতন চালু কর করতে হবে। বক্তারা অতি দ্রুত গণপরিবহন শ্রমিকদের ন্যায় সংগত দাবি মেনে নেয়ার জন্য বাস মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তাদের দাবি মেনে না নিলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

আগামী ১৭ অক্টোবর যশোর শহরস্থ চাচড়া চেকপোস্ট মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যশোর জেলা শাখার কার্যালয়ে পরিবহণ শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি।