গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নাসির উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আমা বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘরিয়া এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এসময় বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন। তারা সবাই বাসের যাত্রী।