যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত 

jessore map

যশোর শহরস্থ চাচড়া চেকপোস্ট মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যশোর জেলা শাখার দলীয় কার্যালয়ে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২২৭) এর উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে খুলনা বিভাগের পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মাসিক বেতন চালুর দাবিতে এক আলোচনা সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২২৭) এর সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় পরিবহন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য বাস মালিক সমিতির নেতাদের আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছে। যদি আগামী ১০/১০/২০২২ মধ্যে পরিবহন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা না হয়, তবে আগামী ১১/১০/২০২২ থেকে খুলনা বিভাগের পরিবহন শ্রমিকেরা (চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা ব্যতীত) কর্মবিরতি কর্মসূচি পালন করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য ইতিমধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবি মেনে নিয়েছেন বলে স্থানীয় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সূত্রে জানা যায়। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলার কিছু কিছু বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবি মেনে নিয়েছেন। শুধুমাত্র যেসকল বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের দাবি মেনে নিবেন না সেই সকল পরিবহনের শ্রমিকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন।