বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২১৮ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে কবি ও গবেষক চঞ্চল শাহরিয়ার, বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী ড. সবুজ শামীম আহসান বক্তব্য রাখেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও গবেষক ড. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, ড. শাহনাজ পারভীন, শাহানা পারভীন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আমির হোসেন মিলন, আহমেদ মাহাবুব ফারুক, তহীদ মনি, নূরজাহান আরা নীতি, সোনিয়া সুলতানা চাঁপা, শাহরিয়ার সোহেল, জাহিদুল যাদু,এম এ কাসেম অমিয়, এসকে দাস, শংকর নিভানন, মোস্তাফিজুর রহমান, তোজাম্মেল হক, অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, শংকর নিভানন, মোস্তফা কামাল দাদু, বাবুল আহমেদ তরফদার, সীমান্ত বসু, নজরুল ইসলাম প্রমুখ।