যশোরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট গাজীর দরগা এলাকায় ট্রাক চাকায় পৃষ্ঠে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ দুঘটনা ঘটে।

নিহাতোরা হলেন যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের আলমগীরের ছেলে সালমান (২১), একই গ্রামের নাদিরের ছেলে আরমান (২০), একই উপজেলার এড়ান্দা গ্রামের সাইফুলের ছেলে আসিফ (২০), ঘটনাস্থলে আরমান ও আসিফ নিহত হয়েছে ও সালমান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। তারা সবাই সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশও স্থানীয়রা জানাই শুক্রবার রাত পৌনে নয়টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট গাজীর দরগা এলাকায় অজ্ঞাত নামা ট্রাক চাকায় পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে আসিফ ও আরমান নিহত হয়েছে, এবং সালমান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ট্রাকে অথবা কভারভ্যানে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।