বেনাপোলে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু 

benapole jessore map

শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ নিত্যহাট মার্কেটের দ্বিতীয় তলায় নগর মাতৃসদনে এক নবজাতকের মৃত্যুর জন্য ডাক্তারদের গাফিলতির অভিযোগ করছে মৃত নবজাতকের পিতা।

মৃত নবজাতকের পিতা বেনাপোলের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, গত রাতে তার স্ত্রীকে নগর মাতৃসদনে ভর্তি করানো হয়।

পরবর্তীতে সিজারের মাধ্যমে ভূমিষ্ট হয় সন্তানটি। কিন্তু ভূমিষ্ট হওয়ার পরে পরিবারের কাউকে ভিতরে যেতে দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরে বাচ্চাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বিষয়টি নিয়ে মৃতের পরিবারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।