যশোর অভয়নগরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

las

যশোরে নির্মাণাধীন নয়তলা ভবন থেকে পড়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কেশবপুর উপজেলার ভায়না গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার তরিকুল অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ব্যবসায়ী শাহ জালাল হোসেনের নির্মাণাধীন নয়তলা ভবনের সাততলায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। দুপুর ২টার দিকে তিনি অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।