শনিবার বিকেলে যশোর শহরস্থ মুজিব সড়ক ১ নং আইনজীবী ভবনের সামনে বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যশোর জেলা শাখার সভাপতি এ্যাডঃ আবুল হোসেন এর নেতৃত্ব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক বিদ্যুতের দাম বৃদ্ধি করার পরিকল্পনা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ শেষে একই দাবিতে সংগঠনটির নেতৃবৃন্দ যশোর শহরস্থ মুজিব সড়ক ১ নং আইনজীবী ভবনের সামনে থেকে দড়াটানা ভৈরব চত্বর পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির্র (মাকর্সবাদী), যশোর জেলা শাখার সাধারণ সম্পদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিবুর রহমান এবং বাসদ নেতা আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।