দেড় বছরের বেশি সময় আগে যশোরের রেলগেট জামে মসজিদের দানবক্সের টাকা চুরি করার অভিযোগে রওশন আলী শান্ত (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার মামলাটি করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল হক শাহীন। আসামি রওশন মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের উত্তর পাশের রেল মসজিদ মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এজাহারে শাহীন উল্লেখ করেছেন, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামি রওশন আলী শান্ত মসজিদের দানবক্সের তালা ভেঙ্গে ১৩ হাজার ৬৬ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় শান্তকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির ঘটনা স্বীকার করে। পরে ওই টাকা এক মাসের মধ্যে পরিশোধ করবে বলে অঙ্গীকার করে। কিন্তু দেড় বছরের বেশি সময় পার হলেও সে ওই টাকা ফেরৎ দেয়নি।
গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে আসামিকে পেয়ে তিনিসহ মসজিদ কমিটির অন্যান্যরা তাকে পেয়ে টাকা ফেরৎ দেয়ার কথা জিজ্ঞাসা করলে সে টাকা ফেরৎ দিতে অস্বীকার করে এবং নানা ভাবে হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মামলা করা হয়।