যশোরে গরু বহনকরা ট্রাক দাড় করিয়ে পুলিশ সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ৩

যশোরে গরু বহনকরা ট্রাক দাড় করিয়ে পুলিশ সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় বিজিবি সদস্যদের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে।

এই ঘটনায় গরুর মালিক যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর পশ্চিমপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলো, সদর উপজেলার ফতেপুর ঘোপ গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে ইকলাছুর রহমান (৩৯), দাইতলা গ্রামের রতন সাধুর ছেলে পলাশ কুন্ডু (৩২) এবং মাহিদিয়া গ্রামের মাজেদ বিশ্বাসের ছেলে শরিফুল মিয়া (২০)।

মনিরুজ্জামান এজাহারে উল্লেখ করেছেন, তার ব্রাক্ষ্মনবাড়িয়া সদর উপজেলার উজানিশা গ্রামে একটি গরুর খামার আছে। সেখান থেকে ৮টি গরু একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ট-১২৪৫৫৪) করে ৭ অক্টোবর রাতে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। তিনি একটি বাসে করে আগেই যশোরে এসে মনিহার প্রেক্ষাগৃহের সামনে অবস্থান করতে থাকেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চালক মোবাইল করে জানায় ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে ট্রাকের সামনে আড় করিয়ে দিয়ে গতিরোধ করে এবং নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। পরে গরু গ্রতি দুই হাজার টাকা করে মোট ১৬ গাজার টাকা দাবি করে। তিনি সেখানে যান। তার পৌছানোর আগেই চালক সেখানে উপস্থিত বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে দুইজন বিজিবি সদস্য ওই তিন যুবককে আটক করে এবং তাদের প্রকৃত পরিচয় জানতে চায়। তারা এলোমেলো কথা বলে। এক পর্যায়ে তারা পুলিশ নয় বলে জানায়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।