যশোরে বিএনপির গোলাম রেজা দুলুসহ পাঁচ নেতাকর্মী আদালতে আত্মসমর্পন

যশোরে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুসহ পাঁচ নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করেছেন। বুধবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যরা হলেন, বারী নগরের আব্দুস সালাম, মিরা লাউখালীর বাবলু হোসেন, মানিকদিহির বুলবুল আহম্মেদ ও দক্ষিন ললিতাদাহ গ্রামের হাফিজুর রহমান।
মামলা সূত্রে যানা যায়, গত ২৭ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতির জন্য আলোচনাকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে ভাংচুর, লুটপাট ও কর্মরতদের মারপিটের অভিযোগ এসে কোতয়ালি থানায় থানায় মামলা করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন। এ মামলায় ৫৪জনকে আসামি করা হয় ও এক রাতে ২৮ নেতাকর্মীকে আটক করা হয়। গোলাম রেজা দুলুসহ পাঁচ আসামি পলাতক ছিলেন। বুধবার আত্মসমর্পন করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।