যশোরের নোয়াপাড়া নদী বন্দরে জাহাজের মাস্টার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

heart attack lifestyle

আজ বুধবার সকালে যশোরের অভয়নগরে নদী বন্দরের তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে নোঙর করা ‘এমভি হৃদিতা’ নামের একটি সারবোঝাই জাহাজের মাস্টার বদিউল আলম ওরফে বাদশা (৪৬) গোসল করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বদিউল আলম বাদশা বাগেরগাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আহমেদ আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, সকাল দশটার সময় বদিউল আলম বাদশা জাহাজের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে গোসল করছিলেন। মাথায় কয়েক বালতি পানি দেয়ার পর তিনি সেখানে পড়ে যান এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করে। দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে হয়েছে বলে চিকিৎসক ধারণা করছেন।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।