বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে যশোরে পিকেএসের বিনামূল্য্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রশাসক মোঃ তমিজুল খান বলেছেন, যারা সমাজের কল্যাণে কাজ করেন তাদের প্রতি তার সহযোগীতা অব্যাহত থাকবে। পি কে এস অন্ধ লোকজনের চিকিৎসা দিয়ে দৃষ্টি দানের জন্য বিনামূল্যে যে মহান সেবামুলক কাজ করে যাচ্ছে তারজন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাসিনা বেগম, আয়েশা বেগমকে চশমা পরিয়ে দেন।
সভাপতি এ্যাডঃ তৌহিদুর রহমান বিশেষ অতিথি পি কেএসবের উপদেষ্টা তজদীকুর রহমান,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নাসিম ফেরদৌস, পি কে এসবের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, পিকে এসবের সহ সভাপতি এ্যাডঃ জাফর সাদিক আলোচক হিসেবে বক্তব্য্য রাখেন। সঞ্চালনায় ছিলেন,দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ দৌলা। যশোরের বিশিষ্ঠ প্রবীন সাংবাদিক অধ্যাপক মসিউল আজম, এ্যাডঃ মাহবুব আলম সহ জ্ঞানী- গুনীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পি কে এস থেকে এ পর্যন্ত ৭ হাজার ৮ শ ২৯ জনকে চোখের ছানি অপারেশন, ৩ হাজার ৪শ ৪০ জনকে চোখের চশমা বিতরণ করা হয়েছে। মোট ৮৯ হাজার ৪ শ ৫৯ জনকে চোখের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।