আজ ভোর রাতে যশোরের মনিরামপুর উপজেলাধীন ৩নং ভোজগাতী ইউনিয়নের জামজমি গ্রামের মৃত নকুল দাসের পুত্র শংকর দাসের পারিবারিক (ব্যক্তিগত) ছোট কালী মন্দিরের কালী মূর্তি কে বা কারা ভাংচুর করেছে ।
বাড়ির ভিতরের এক পাশে বাঁশের বেড়া, পলি ও সিমেন্টের পুরাতন বস্তা দ্বারা আবৃত করে শংকরের পরিবার ব্যক্তিগত ভাবে ছোট আকারে কালী মন্দিরটি তৈরি করে পারিবারিক পূজা আর্চনা করে আসছিলেন। আজ ভোরে কালীমূর্তি ভাংচুরটি করা হয়