যশোরের মারামারির ঘটনায় চারজনের নামে মামলা

যশোরে মারামারির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদর উপজেলার আড়পাড়া গ্রামের আক্কাছ আলী (৬১) তার প্রতিবেশি একই পরিবারের ৪জনের নামে কোতয়ালি থানায় মামলা করেছেন।
আসামিরা হলো, ইউনুস আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮), ইউনুসের স্ত্রী বিজলী বেগম (৪২), ছেলে রায়হান (২১) এবং ফিরোজের স্ত্রী রতœা বেগম (২২)।
এজাহারে আক্কাছ আলী উল্লেখ করেছেন, তার পোতা ছেলে নিরব (৭) ও ফিরোজের ভাই বোরহানের মধ্যে খেলাকরা নিয়ে মারামারি হয়। এই সূত্রে আসামিরা গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে তার বাড়িতে এসে গালিগালাজ করে। এ সময় তার স্ত্রী শাহিদা বেগম গালি দিতে নিশেধ করলে আসামিরা একত্রিত হয়ে তাকে মারপিট করে। তাকে মাটিতে ফেলে কাপড় টেনে হিচড়ে শ্লীলতাহানী ঘটনায়। এ সময় তার পুত্রবধূ সাবাস খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসালে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার স্ত্রী শাহিদা বেগমকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।