যশোর শহরের রেল স্টেশন পুকুর থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে স্টেশনে এলাকার স্থানিয় লোকজন পুকুরে ভাসানো অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। চাচড়া ফাঁড়ির পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় চাচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলাম জানান স্থানীয়দের খবরের ভিত্তিতে শহরের রেল স্টেশন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।