যশোরে ডিবি ও ফাঁড়ী পুলিশের হাতে৭৫ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

jessore atok map

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের দু’টি স্থান থেকে ৭৫ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেপতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা কদমতলা বিবি রোড এলাকার রফিকুল ইসলাম লাল্টুর ছেলে শাহীনুর ইসলাম ওরফে সজীব ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দোকালিয়া (উত্তর পাড়া) বর্তমানে যশোর সদর উপজেলার নূরপুর আসাদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া মৃত সুরত শরিফের ছেলে ফিরোজ আলী শরিফ ওরফে লিয়ন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, এসআই সোলায়মান আক্কাসের নেতৃত্বে এক দল চৌকস টিম শনিবার ১৫ অক্টোবর রাত সোয়া ১০ টায় সদর উপজেলার নূরপুর দক্ষিণপাড়া ব্যাংকের মোড়স্থ ছগির মার্কেটের সামনে থেকে ফিরোজ আলী শরীফ ওরফে লিয়নকে গ্রেফতার করে। এ সময় লিয়নের দখল হতে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ওই ফাঁড়ীর একজন এএসআইসহ একদল পুলিশ শনিবার রাত সাড়ে ৯ টায় শহরের পুরাতন কসবা কদমতলা বিবি রোডস্থ শিমুল সিয়াম ষ্টোর নামক মুদী দোকানের সামনে থেকে শাহীন ইসলাম সজীবমে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২৫পিস ইয়াবা উদ্ধার দেখায়। রোববার ১৬ অক্টোবর দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।