যশোর রূপদিয়া বাজারে দুঃশাহসি চুরি

যশোরের রূপদিয়া বাজারে একটি আড়তে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা আড়তের দেয়াল ভেঙে আনুমানিক ৭৫ হাজার টাকার পাট এবং নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে যশোর-খুলনা মহাসড়কস্থ রূপদিয়া ধান হাটের সূচনা ট্রেডার্সে এই চুরি হয়।
ঐ আড়তের মালিক নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়ার অশোক সাহার ছেলে শান্ত সাহা। তিনি জানান, আমি প্রায় দুই যুগ রূপদিয়া বাজারে আড়তদারী করি। আমার আড়তে ১০ ইঞ্চি ইটের গাথুনি ভেঙে চোরেরা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও আনুমানিক ৩০ গাইট পাট নিয়ে গেছে। আমার বাবাও নিয়মিত আমার আড়তে বসেন। এজন্য আমি আড়তে নগদ টাকা ও লকারের চাবি রাখি। সোমবারের হাটে কেনাবেচার জন্য রাতেই টাকার জোগাড় করে লোহার তৈরি লকারে রেখেছিলাম। সকালে আড়ত খুলে দেখি লকারের সবগুলি ড্রয়ার খোলা। আমি সকালেই স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হাসান ও রূপদিয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি জানালে তারা আড়তে এসে পরিদর্শন করেছেন।
বাজারের প্রধান সড়কে অবস্থিত এই আড়তে চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। জনবহুল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটনায় আতঙ্কে থাকছে ব্যবসায়ীরা।