যশোরে সাড়ে বারো কেজি ওজনের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর ৪৯ বিজিবির হাতে সাড়ে ১২ কেজি ওজনের স্বর্ণের বারসহ সাজু আহমেদ নামে এক পাচারকারীকে আটক করেছে। আটক সাজু যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনাজ সিদ্দিকী জানান ,হাবিলদার নুর আলম মিয়া এর নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার কাশিপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ব্যাঙদা বাঁশতলার মোড় মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ টি স্বর্ণের বারসহ সাজুকে আটক করে। আটক পাচারকারী ‌ সাজু একটি বাইসাইকেল যোগে আসার পথে বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে একটি ব্যাগে রাখা ১০৬ পিস স্বর্ণের বার উদ্ধার করে । যা সাড়ে ১২ কেজি ওজন হবে বলে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন। উদ্ধারকিত স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা হবে বলে জানাইছেন তিনি।