সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপির) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সমকালকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কে এম আবু তাহের-এর নেতৃত্বে মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান, মূসা মণ্ডল, জামিল আহমেদ, ভাইস চেয়ারম্যান আলী আকবর, সুলতানা পারভীন, মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল আজিজ ও যুগ্ম মহাসচিব হাফেজ আবু সাঈদ উপস্থিত রয়েছেন।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।