যশোরে এক শালিসের মধ্যে আমিনুল ইসলাম খান (৪২) ও তার স্ত্রীর ওপর হামলা ও মারপিটের অভিযোগে কোতয়ালী থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩জনকে। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কেফায়েত নগর গ্রামে।
এরা হলো, একই গ্রামের ওমর আলীর দুই ছেলে আকবর মোল্লা (৩৫), আবু তাহের (৩৮) এবং শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২২)।
আমিনুল ইসলাম খান এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমি ও পারিবারিক বিষয় নিয়ে গন্ডোগোল আছে। এই বিষয়ে ২৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কেফায়েত নগর গ্রামের মাসুদ রানার চায়ের দোকানের সামনে শালিস চলছিল। সে সময় আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মারপিট করে। তার পকেট থেকে ২৪ হাজার ৩শ টাকা কেড়ে নেয়। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলেও তাকে মারপিট করে। পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটনায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে ঠেকানোর চেষ্টা করে। সে সময় আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।