এবার সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বসছে গণতন্ত্র মঞ্চ

বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু করছেন সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। এর অংশ হিসেবে আগামীকাল (শনিবার) সকালে এই জোট বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনায় বসবে।

গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, সকাল ১১টায় ২২/১ তেপখানা রোডে (বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ) বাংলাদেশ জাসদ কার্যালয়ে এই মতবিনিময় হবে।

এতে জোটের পক্ষে অংশ নেবেন- সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, সরকারবিরোধী ২২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফায় সংলাপ করেছে বিএনপি। এবার দলটি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ চালিয়ে যাচ্ছে।