একটু সুযোগ মিললেই ছিপ নিয়ে গণভবনের জলাশয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মাছ ধরার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার সরকারপ্রধানের মাছ ধরার আরও একটি ছবি প্রকাশ্যে এলো।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার তিনটি ছবি পোস্ট করা হয়। শুক্রবার সকালেই ছবিগুলো তোলা হয়।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।