শার্শায় পোকার আক্রমনে আমন ধানক্ষেত নষ্ট, কীটনাশকেও মিলছেনা সুফল

jessore map

যশোর সীমান্তবর্তী শার্শা ও বেনাপোলে চলতি আমন মৌসুমে খরা ও পোকার আক্রমনে কৃষকের অধি:কাংশ ধানক্ষেত নষ্ট হয়ে গেছে। কীটনাশক দিয়েও সুফল পাচ্ছেনা কৃষকেরা। ধানের পাতা শুকিয়ে হলুদ বণ হয়ে মরে যাচ্ছে। ধানের শিষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে কৃষকের আমনের ক্ষেত। ফলে হতাশা ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে চাষীরা।
চলতি আমন মৌসুমে বৃষ্টি দেখা না মেলায় বেনাপোল ও শার্শা গোগা বাহাদুরপুর পুটখালি ও ডিহি এলাকার ধানী জমিতে বিভিন্ন রোগের প্রকোচ দেখা দেয়। সেচ ও কীটনাশক দিয়ে সুফল পাচ্ছেনা কৃষকেরা। ফলে এবার ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে চাষীরা। তবে ধানের বিভিন্ন সমস্যা চিহ্নি