বেনাপোল চেকপোষ্টে স্বর্নের বারসহ পাচারকারী আটক

স্থলবন্দর বেনাপোল চেকপোষ্টে আজ সোমবার সকাল ৯ টার দিকে ৯ টি স্বর্নের বার সহ এক পাচারকারী পাসপোর্ট যাত্রীকে আটক করে কাষ্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা।

বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট বন্দর দিয়ে ভারতে যাচ্ছে। সেই মোতাবেক আমরা চেকপোষ্ট অবস্থান নিই।পরে পাচারকারী ৯ টার সময় কাষ্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতগেট মুখে যাবার প্রাক্কালে পাচারকারী সিদ্দিকুর রহমান (৪৬) পিতা আ: গনীমোল্লা গ্রাম সিংরাবুনিয়া জেলা – বরগুনা কে আটক করা হয়। তার পাসপোর্ট নং এ-০২২১৩৮৬২।

তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সূকৌশলে কোমরে বেঁধে রাখা ৯ টির স্বর্নেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম।উদ্ধারকৃত স্বর্নের বাজার মুল্য ৮০ ল্য টাকা বলে কাষ্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান।

উদ্ধারকৃত স্বর্নের বার গুলো বেনাপোল শুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে।আটককৃত যাত্রীকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।