ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ১৩  

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার ভোর রাতে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসময় মাটিলা গ্রামের মাঠ থেকে ৪জন পুরুষ, ৩জন মহিলা ও ৬ জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করে বিজিবি। আটককৃতরা প্রত্যেকেই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাচ্ছিল।তিনি আরে বলেন, তাদরে প্রত্যেকের বাড়ী, খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও আদালতে সোপর্দ করা হয়েছে।