যশোরে নারীকে চুরির অপবাদ দিয়ে মারপিট, সাত জন আটক 

যশোর এক নারীকে( ৪০)চুরির অপবাদ দিয়ে মারপিট তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যশোর সদর উপজেলার দোগাছিয়ায় এই ঘটনা ঘটে। ওই নারীকে চুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, একই এলাকার হারুন ও তার স্ত্রী লাবনী আক্তার, আল আমিন ও তার স্ত্রী কিয়া বেগম, আল আমিনের ভাইয়ের স্ত্রী সিমা বেগম, রিয়াদ হোসেন ও তার মা চায়না বেগম।

আহত ওই নারী এখন যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার গভীর রাত দেড়টার দিকে উপজেলার দোগাছিয়া গ্রামে ঘটনটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, একই গ্রামের ওই নারী জামালের বাড়িতে রোববার গভীর রাতে চুরি করে। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে মারপিট করে মাথার চুল কেটে দেয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই নারী এলাকার বহু বাড়িতে চুরি করেছে। বহুবার শালিশ বৈঠক হলেও তার চুরি বন্ধ করা যায়নি।

হাসপাতালের জরুরী বিভাগের ডা. আহম্মদ তারেক শামস জানান, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড চাপা আঘাত করা হয়েছে। শরীরের বহু জায়গায় ফুলা জখম আছে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই সেলিম হোসেন বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করে কোতোয়ালী থানায় আনা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।