যশোর নওয়াপাড়ায় নৌকাবাইচ শুক্রবার

যশোরের নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদীতে আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টোয় নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ আয়োজন উপলক্ষে নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে গতকাল বুধবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুল জহুর মুকুল, অভয়নগর থানার এসআই মো. ইসরাফিল শামিম, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস কে মোশাররফ হোসেন, কাউন্সিলর মো.মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মো. তালিম হোসেন, মোস্তফা কামাল, আব্দুর সালাম, তানভীর রহমান তানু, শিরিনা পারভীন, রাশিদা পারভীন, জাহানারা পারভীন প্রমুখ।

সংবাদ সম্মেলনে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস বলেন, নৌকাবাইচ বাঙালি জাতির একটি ঐতিহ্য। এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। আশা করা হচ্ছে প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ৮টি নৌকা অংশগ্রহণ করবে।