যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি

যশোর সদর উপজেলার বাহাদুপরপুর গ্রামে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে জমি সংক্রান্তা বিরোধের জেরে প্রাণনাশের হুমকি দিয়েছে জামান হোসেন (৩২) নামে এক যুবক। জামান ওই গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে।

জিয়াউর রহমান অভিযোগ করেছেন, ৪০ বছর আগে বাহাদুপুর গ্রামের ১০৬ নম্বর মৌজার ৩০৩ নম্বর দাগের ২৭ মতক জমি কিনে ভোগদখল করে আসছেন। আসামি জামান পূর্ব শত্রুতার জেরে বছর চাকের আগে একটি রেকর্ড সংশোধনীর মামলা করে। কিন্তু সে হেরে যায়।

এতে আরো ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালজ করে। গত বৃহস্পতবিার সকাল ৯টার দিকে জামান ফের ওই জমিতে যায় এবং দখলের চেষ্টা করে। সে সময় তিনি বাঁধা দিলে আসামি জামান তাকে গালিগালাজ করে। পরে জীবণনাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে তিনি জীবনাশংকায় ভুগছেন। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।