বসত বাড়ীর সম্পত্তি জবর দখলের চেষ্টার এক পর্যায় বাড়ি সংলগ্ন জমিতে ঢুকে গালিগালাজ করলে প্রতিবাদ জানালে বৃদ্ধা বিধবা শাহিদা বেগমকে মারপিট স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানী ঘটানো এবং ছেলে ঠেকাতে এলে তাকে মারপিটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মোড়লপাড়া গ্রামে। শুক্রবার ১১ নভেম্বর রাতে মামলাটি করেন সদর উপজেলার নরেন্দ্রপুর মোড়লপাড়া গ্রামের মৃত বকতিয়ার মোড়লের ছেলে সাইফুল ইসলাম। মামলায় আসামী করেছেন, ওই গ্রামের মৃত মতিয়ার মোড়লের ছেলে ওলিয়ার মোড়ল।
মামলায় সাইফুল ইসলাম বলেছেন, ওলিয়ার মোড়ল পর সম্পদ লোভী। জমিজমা সক্রান্তে বিরোধ সৃষ্টি করে সে দীর্ঘদিন ধরে বাদিও তার পরিবারের লোকজনদেরকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছে। ওলিয়ার বাদির বসত বাড়ির সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে। এরই জের ধরে ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় বাদির বসত বাড়ী সংলগ্ন বাদির জমিতে হাতে লাঠিসহ অনধিকারভাবে প্রবেশ করে বাদির মা বৃদ্ধা শাহিদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তখন বৃদ্ধা বিধবা গালিগালজ করতে নিষেধ করলে বিবাদী তার হাতে থাকা লাঠি দিয়ে বাদির মায়ের হাতে পায়ে,বুকে,পিঠে,মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। ওলিয়ার বৃদ্ধা শাহিদা বেগমের চুলের মুঠো ধরে মাটিতে ফেলে দিয়ে গলা টিপে ধরে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। বৃদ্ধার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায় এবং গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেইন কেড়ে নেয়। ঘটনা দেখে বাদি ঠেকানোর চেষ্টা করলে বিবাদী বাদিকেও মারপিট করে।
বাদি অপারেশনের রোগী। ঘটনার সময় বাদির বৌমা হাবিবা খাতুন (২৩)সহ আরো লোকজন এগিয়ে আসলে ওলিয়ার মোড়ল প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। মারপিটের ফলে বৃদ্ধা শাহিদা বেগম শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও বিবাদী প্রতিনিয়ত হুমকী দিচ্ছে। যে কোন সময় মারপিট খুন জখম ও মিথ্যা মামলাসহ যে কোন বড় ধরনের ক্ষতি করতে পারে বলে বাদি আশংকা প্রকাশ করেছে।