যশোরে লুডু খেলা নিয়ে তর্ক-রাজ মিস্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা

কোতয়ালি মডেল থানা, যশোর
কোতয়ালি মডেল থানা, যশোর

লুডু খেলাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায় রাজমিস্ত্রী হেলাল সিকদার (২২) কে শুক্রবার ১১ নভেম্বর রাতে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত ১২ নভেম্বর মামলাটি করেন,যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার শহিদ সিকদারের ছেলে রবিউল আলম। মামলায় আসামী করেন, চাঁচড়া রায়পাাড় (কয়লাপট্টি মোড়) এলাকার মৃত লিয়াকতের ছেলে আব্দুল্লাহ ওরফে পাখি।

রবিউল আলম মামলায় উল্লেখ করেছেন,তার ছোট ভাই হেলাল সিকদার রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। সে প্রতিদিন বিবিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে বেড়ায়। শুক্রবার ১১ নভেম্বর রাত ৮ টায় হেলাল সিকদারসহ আরো অনেকে চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি মোড়ে রাজ্জাক মাওলানা হুজুরের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে লুডু খেলছিল। তখন হেলাল সিকদারের সাথে আব্দুল্লাহ ওরফে পাখির তর্কবির্তক শুরু হয়।

পাখি বাদির ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের এক পর্যায় বার্মিজ চাকু দিয়ে হেলাল সিকদারকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। বাদির ভাইয়ের পকেটে থাকা নগদ ২হাজার ৫শ’ টাকা জোর পূর্বক কেড়ে নেয়। বাদির ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকী দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হেলাল সিকদারকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।