অভয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

las

যশোরে অভয়নগর এই সুন্দলী গ্রামের বিদ্যুৎপৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থী জয় মন্ডল (১৮) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডহর মসিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জয় মন্ডল গ্রামের তরুণ মন্ডলের ছেলে।

গতকাল শনিবার দুপুরে জয় ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে গরুকে গোসল করানোর জন্য নিয়ে যায়। বৈদ্যুতিক খুটির তারের সাথে গরুর দড়ি বেধে যায়। এ মত অবস্থাতে হঠাৎ গরু সরোজে দড়ি টান দিলে তারে টান লেগে মেইন তার ছিড়ে গরু ও জয়ের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে গরু ও জয়ের করুণ মৃত্যু ঘটে।

পরিবারের তোমরা তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতী চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন অভনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।