যশোরে ইজিবাইকের ধাক্কায় একজন নিহত

las

আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরতলী মুরুলি হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুলের সামনে ইজি বাইকের ধাক্কায় ইলিয়াস হোসেন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ইলিয়াস হোসেন সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা।

দুপুরে শহরের মনিহার এলাকা থেকে ব্যক্তিগত কাজে রাজারহাটের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক থাকে ধাক্কা দেয় ‌। মুরলী মহসিন হাই স্কুলের সামনে থেকে রাস্তা পারাবার সময় এই ঘটনা ঘটে। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

ইলিয়াছ হোসেন যশোর নড়াইল সড়কের ইজিবাইকের স্ট্যাটাস ছিলেন।