আজ কবি ও সাংবাদিক শেখ হামিদুল হকের ৬৫তম জন্মদিন

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, দৈনিক সত্যপাঠের স্টাফ রিপোর্টার ক‌বি শেখ হা‌মিদুল হ‌ক’র ৬৫তম আজ (১৬ নভেম্বর) জন্ম‌দিন। ১৯৫৭সালের ১৬নভেম্বর য‌শোর জেলায় জন্মগ্রহণ ক‌রেন।

কবি ছাত্রজীবন থে‌কে লেখা‌লে‌খি শুরু। মূলত‌ গল্প লেখার মাধ্য‌মে তার সা‌হিত্যাঙ্গ‌নে পদার্পণ। তবে কবিতা ও গল্প লেখায় সমান অবদান রেখেছেন। বর্তমা‌নে দে‌শের জাতীয় প‌ত্রিকায় নিয়‌মিত লি‌খে চ‌লে‌ছেন। দে‌শে ও দে‌শের বাই‌রে বি‌ভিন্ন গণমাধ্যম, লিটলম্যাগেও তার লেখা নিয়‌মিত প্রকা‌শিত হয়। তার গল্পের বই ‘ নষ্ট কষ্ট যখন’ প্রথম প্রকাশ ২০১৪ একুশে বই মেলায়।

এছাড়াও বেশ ক‌য়ে‌ক‌টি যৌথ কাব্যগ্রন্থ আ‌ছে। বর্তমা‌নে তি‌নি বি‌দ্রোহী সা‌হিত্য প‌রিষদ য‌শোরে সম্মানিত সদস্য, মধুসূধন সা‌হিত‌্য গো‌ষ্ঠির সাধারণ সম্পাদক। তার সম্পা‌দিত সা‌হিত্য পত্রিকা ‘ অ‌রিন্দম’। তিনি সাংবা‌দিক ইউনিয়ন য‌শোর’র সদস্য।

এ ছাড়াও যশোরের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। এ ছাড়াও বি‌ভিন্ন সামা‌জিক সেবামূলক প্রতিষ্ঠা‌নের সা‌থে যুক্ত আ‌ছেন।