যশোর পুলিশ লাইন্স খুলনা রেঞ্জ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে বিদায়

আজ বুধবার বিকেলে যশোর পুলিশ লাইন্স ড্রিল সেটে খুলনা রেঞ্জ পুলিশ ও পুনাক খুলনা রেঞ্জের যৌথ আয়োজনে বিদায়ী ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার) ও তার সহধর্মিনী খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রী (পুলিশ নারী কল্যাণ সমিতি) ডাঃ ফাতিমা জেসমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘আমি প্রচন্ড ভালোবাসি আমার প্রিয় মাতৃভূমিকে এবং আমার ইউনির্ফমকে। সেই জন্যই আমার অন্য পেশায় একাধিক সুযোগ থাকা সত্বেও বিসিএসে প্রথম পছন্দ ছিল পুলিশ। আমি এই চাকরিটাকে ইবাদত মনে করি। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সুতরাং এখানে নিজের ভূখন্ডের প্রতি আমার প্রতরণা করার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমি কোন ক¤েপ্রামাইজ করে এই রেঞ্জের কার্যক্রম পরিচালনা করিনি। আমি সব সময় চেষ্টা করেছি সৎ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আমাদের অর্জনটা যেন সৎ হয়।’

তিনি আরো বলেন, ‘আমি পেশাগত কারণে আমার অধীনে এই রেঞ্জের প্রায় ১৪ শহ¯্রাধিক সহকর্মীর সাথে একই আচরণ করতে পারিনি সেটা হয়ত অবশ্যই কাজের স্বার্থে। আমি পেশাগত কারণেই অনেক সময় সহকর্মীদের সাথে শাসনের সুরে কথা বলেছি। তবে আমি জোর দিয়ে বলতে পারি সহকর্মীদের ওয়েলফেয়ারে আমি কখনো কোন প্রকার কার্পণ্য করিনি।’

এসময় রেঞ্জ পুলিশ খুলনা ও রেঞ্জ পুনাক খুলনার পক্ষ হতে বিদায়ী অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদায়ী অতিথি মাননীয় রেঞ্জ ডিআইজির সহধর্মিনী ও খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রী ডাঃ ফাতিমা জেসমিন এবং যশোর জেলার পুলিশ সুপারের সহধর্মীনি বিপ্লবী রানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানটি স ালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মহোদয়গণ, খুলনার আরআরএফ কমান্ডেন্ট, খুলনা রেঞ্জের সকল জেলার সম্মানিত পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।