যশোরে সিনিয়র জেলা জজকে বিদায় সংবর্ধনা

যশোরের আইন কর্মকর্তাদের উদ্যোগে বিদায়ী সিনিয়র জেলা জজকে সংবর্ধনা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলামকে বিদায় সংবর্ধণা দিয়েছেন আইনকর্মকর্তারা। এ উপলক্ষে জেলা জজ আদালতে কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন জেনারেল পিপি কাজী বাহাউদ্দিন ইকবাল। সভাপ পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী।

বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক নিলুফার শিরীন, স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক মোহাম্মদ শামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির, অতিরিক্তি জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিক, অতিরিক্তি দায়রা জজ সুমি আহম্মেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে শম্পা বসু, মঞ্জুরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, স্পেশাল পিপি মোস্তাফিজুল রহমান মুকুল, সাজ্জাদ মোস্তফা রাজা, সেতারা খাতুন প্রমুখ।

সভায় বক্তরা বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইমলাম মল্লিকের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন।