আগামী ২৪ শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করা উপলক্ষে গতকাল বুধবার সকালে যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল,কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ,শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,সাধারণ সম্পাদক সোহারাব হোসেন প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।