ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাগুরা জেলার শালিকা উপজেলায় ভ্যানের ধাক্কায় অনু বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিজ এলাকায় রাস্তা পারাপারের সময় এদুর্ঘটনা ঘটে। নিহত শিশুর মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।

নিহত অনু বিশ্বাস উপজেলার আড়পাড়া চুকিনগর গ্রামের সীমান্ত বিশ্বাসের ছেলে।

নিহত শিশুর চাচা রিপন হোসেন জানায় বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিন চালিত ভ্যানের সাথে ধাক্কা খায় এ সময় গুরুতর আহত হলে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক বিকালে মৃত্যু নিশ্চিত করে।

কোতোয়ালি থানার রূপ পরিদর্শক এসআই তামিম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়না তদন্তে পরিবারের নিকট দেয়া হয়েছে।